
রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকালে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় বিএনএস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফাহাদ (২৫) ও রাসেল (২৪)। খবর ইউএনবির
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনায় রাসেল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ফাহাদকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।