
সময়,,,
মাহতাব হোসাইন লিমন .
সময় বলি সবাই সময় চিনি না , চেনার পরেও আজ তারে মূল্য দিতে যানিনা ।
প্রতিনিয়ত কাটে মোদের নানান কাজের মাঝে, তবুও আজো বুঝলামনা মোরা সময়ের কী মাণে ।
সকলেই-তো মোরা চলি নানা রকম সময়ের মাঝে- সারেসাতশত কোটি মানুষের মাঝে।
সময়ের মূল্য দেই কয়জনে আসলে-ই কি মোরা জানি সময়ের মাণে কি? নাকি ; সব বুঝেও মোরা না বোঝার ভাণ করি ।
জীবন আমার ক্ষুদ্র সেতো তুচ্ছতো নয় সে, জীবন আমার বাতাশের মতো, হঠাৎ উড়ে যাবে সে !
জীবন থেকে যাচ্ছে চলে প্রতিটা মুহূর্ত হঠাৎ আমি হাড়িয়ে যাব ফিরবো না আর কখনো ।
এক সেকেন্ডের নেই ভরসা কখন যে কী হবে দূর্ঘটনা কখনো যে- আসেনা-তো বলে ।
দিনের পরে দিন যাচ্ছে রাতের পরে রাত, এমনি করে যাচ্ছে কেটে প্রতিটা ক্ষণ অবহেলার মাঝে ।
নানান অবহেলা আর অনাচারে কাটছে সময় গুলি তবুও যে কেন ? বুঝিনা মোরা সময় কতটা দামি ।
সময় থাকতে করছি আজ অবহেলা সময় যখন ক্ষণিয়ে আসবে বুঝতে পারবে অবহেলার ব্যাথা ।