শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩

বসন্তের হঠাৎ বৃষ্টি
                                                     তুলোশী চক্রবর্তী
শরতের পড় পেরিযে যায় দীর্ঘ সময়
হেমন্ত,শীতও বৃষ্টিহীন শুস্কময়,
বেশ কয়েকটা মাস ধুলোমাখা গাঁয়
চাতকসম বৃক্ষরাও একটু বৃষ্টির অপেক্ষায়,
মাঝ বসন্তের কোন একদিন হঠাৎ_
এক পশলা বৃষ্টিতে কমে ধুলাবালির উৎপাত,
বহুদিন পড়ে হঠাৎ বৃষ্টি সিক্ত পরিবেশ
লাগে বড়ো মনোরম চাকচিক্ক বিশেষ,
তোমার প্রীয়তমার ভেজা চুলে যেমন মনমাতানো ঘ্রাণ
ভিজে মাটির গন্ধে আমারো প্রাণ তেমনি করে আনচান,
হঠাৎ বৃষ্টিভেজা মাটি যেন উঠে ফুলে ফুলে
কোলবালিশের মতোই অনেকটা তুলতুলে,
প্রায় হাজারটা প্রহর পেরিয়ে হঠাৎ স্নাত ধরা
হয়ে ওঠে আরো বহুগুন উজ্বলতরা,
যেদিকে তাকাই সব যেন লাগে চকচকে
গাছগাছালিও মাজাঘষা একেবারে ঝকঝকে,
অনেক টুকরো টুকরো মেঘ নীল আকাশে ঘুড়ে বেড়ায়
শনশন বাযুতে নবজাত পাতারা গাঁ নাড়ায়।

About admin

Check Also

(উনিশে মে নিয়ে লেখা)  মাতৃভাষা ভারত পশ্চিমবঙ্গ কোচবিহার                  তুলোশী …

(গান) না-না-না তুলোশী চক্রবর্তী ____________ না-না-না,মিটে না গো মিটে না তারে দেখার সাধ আমার মিটেনা, …

নববর্ষে আজ সারাদিন-নাদিয়া ইসলাম

কবিতার নাম:নববর্ষে আজ সারাদিন চৈত্র শেষে বৈশাখ এল, কালবৈশাখী ঝড় এসে সব লন্ডভন্ড করলো। কালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *