
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আদর্শ উ”চ বিদ্যালয়ের একাডেমিক ভবণ ২৭ ফেব্রুয়ারি বৃহঃবার দুপুর ১ টায় উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উ”চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে ত্রিতল ভবণটি নির্মাণ করে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পনির উদ্দিন আহমেদ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ওসি রাজিব কুমার রায়, উপজেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বিআরডিবি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাইফুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি ওয়াহেদ আলী। এরপর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এমপি পনির উদ্দিন আহমেদ।