হুমায়ুন কবির নেত্রকোণা প্রতিনিধিঃ
“জেনে বুঝে বিদেশ যাই-অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যে সামনে নিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার,প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারী)উপজেলা সেমিনার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অাল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃনুরুল ইসলাম।
এছাড়াও সেমিনারে আরো বক্তব্য রাখেন, বৈদেশীক কর্মসংস্থানের সহকারী পরিচালক (নেত্রকোণা) মো: আবুল কালাম আজাদ,নেত্রকোণা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ পীযূষ কান্তি সরকার, ইনস্ট্রাক্টর আব্দুল আলীম।
এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১০০০ জন দক্ষ কর্মী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷
এই লক্ষ্যে এই উপজেলায় এ বিষয়ে প্রচার,প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিদেশগামী কর্মীদের মাঝে দক্ষতা অর্জন করতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
অদক্ষ শ্রমিকদের মূল্যায়ন কম। তাই দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে৷ এজন্য সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা,এসিল্যান্ড খবিরুল আহসান ও উপজেলা কৃষি কর্মকর্তা অানিছু জামান এবং গণমাধ্যম কর্মীরা প্রমূখ।