নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৯ফেব্রুয়ারী)সাড়ে ১১টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন অংগসংগঠনের প্রায় শতেক নেতাকমর্ী উপস্থিত ছিলেন। এসময় যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দানের জোর দাবী জানান।