মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / চিলমারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত; ৭হাজার টাকায় রফাদফা

চিলমারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত; ৭হাজার টাকায় রফাদফা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ ট্রাক্টরের ধাক্কায় মোঃ জামিনুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত জামিনুল রানীগঞ্জ ইউনিয়নের সরকারী গ্রামের আইজল হকের পুত্র।
এঘটনায় ৭হাজার টাকায় রফাদফা করে একটি মহল। তবে অভিযোগ রয়েছে রফাদফায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেও উপস্থিত ছিলেন।
গত শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ বাজারে মোটরসাইকেল যোগে পরীক্ষার কলম কিনে ফেরার পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর এসে ধাক্কা দেয়।এতে পরীক্ষার্থী আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে অনেক ক্ষতি হয়।পরে ওই রাতেই ৭হাজার টাকায় রফাদফা করে একটি মহল। ঘটনাটি নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান,ট্রাক্টরের কারণে রানীগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম আতংকে রয়েছে।উপরোক্ত ঘটনায় অতি সহজে রফাদফা হওয়ায় ট্রাক্টর চালকরা আরো বেপরোয়া হয়ে উঠছে।
বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মন্জুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,দূর্ঘটনা ঘটেছিলো তা মিমাংসা করা হয়েছে।
এব্যাপারে রোববার(১ মার্চ) চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, এঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।বিষয়টি আমার জানা নাাই।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *