রবিবার , ডিসেম্বর ৩ ২০২৩
Home / জাতীয় / জুতার মধ্য থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার

জুতার মধ্য থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা হতে কলকাতাগামী ইউ এস বাংলা এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা, সি-শিফট কর্তৃক আজ রোববার সকাল ১১ টায় সিভিল এভিয়েশনের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজ -১১ চেকিং পয়েন্টে ঢাকা হতে কলকাতাগামী ইউ এস বাংলা এয়ারলাইনস (ফ্লাইট নং-বিএস ২০১) এর যাত্রী মো. পাশা, পাসপোর্ট নং-EE 0137546 এর চলাচলে সন্দেহ হলে যাত্রীর বহনকৃত ব্যাগ ও দেহ তল্লাশি করে প্রাথমিকভাবে জুতার ভিতর হতে ১৪ টি স্বর্ণবার শনাক্ত করা হয়।

এরপর তার দেহতল্লাশী করে পকেট হতে আরও একটি স্বর্ণবার অর্থাৎ সর্বমোট ১৫ টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন সর্বমোট ১৫০০ গ্রাম বা দেড় কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

About admin

Check Also

মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, জেলেপাড়ায় খুশির আমেজ

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা। জেলেপাড়ায় তাই খুশির আমেজ। তবে ডিম দিয়ে …

দরজা বন্ধ হয়নি, আলোচনায় রাজি আছি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপে সরকার রাজি আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দরজা তো বন্ধ …

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করলো ওমান

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *