
ওসমান গনি, ধামরাই প্রতিনিধিঃ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২০ গত ২৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সারা দেশব্যাপী আইইবি এর ১৭ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক নির্বাচিত হয়েছেন ধামরাইয়ের কৃতি সন্তান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ) ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি আইইবি এর ১৭ টি কেন্দ্রের মধ্যে সর্ব কনিষ্ঠ সম্মানী সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ ঢাকা জেলার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর দিঘলগ্রামের সন্তান। তিনি বাংলাদেশ ছাত্রলীগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি। এক বিবৃতিতে তিনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও মংলা অঞ্চলের প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ধামরাই বাসীর কাছে দোয়া প্রত্যাশী।