সোমবার , মার্চ ২০ ২০২৩
Home / সারা দেশ / প্রেমিকের কাছ থেকে নিয়ে বিএসএফের হাতে

প্রেমিকের কাছ থেকে নিয়ে বিএসএফের হাতে

প্রেমের টানে ভারতে থেকে বাংলাদেশে ছুটে আসার ৪৮ ঘণ্টার মধ্যে শিউলী খাতুন (১৭) নামের এক কিশোরীকে উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

সোমবার বিকেল ৪ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ সীমান্তেরর ৯৩৮ নম্বর মেইন পিলারের ৩ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকার বিজিবি’র কাশিপুর কোম্পানী সদর দপ্তর এবং ভারতের বিএসএফের কুর্শাহাট কোম্পানী সদর দপ্তরের কমান্ডারের মধ্যে পতাকা বৈঠকের পর তাকে হস্ত্মান্ত্মর করা হয়।

উল্লেখ্য, গত শনিবাব বিকেলের দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগারহাট মিস্ত্রীটারী গ্রামে প্রেমিকের কাছে পালিয়ে আসার পর দু’জনে আত্মগোপন করেছিল। এ অবস্থায় বিএসএফের চিঠির প্রেক্ষিতে দুই দিন ধরে খোঁজাখুঁজির পর ওই কিশোরীকে উদ্ধার করেন বিজিবি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই তরুণীর সাথে গংগারহাট মিস্ত্রিটারী গ্রামের বাবলু মিয়ার পুত্র রুবেল মিয়ার পরিচয় হয়। এক সময় তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সেই টানে পালিয়ে আসে শিউলী। তার বাড়ি কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নো-ম্যানস ল্যান্ডে হওয়ার সুযোগে সে সহজেই বাংলাদেশে আসতে সক্ষম হয়।

তবে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান,ওই কিশোরীর বাড়ি ভারতে হলেও তার মামা ও খালার বাড়ি বাংলাদেশে রয়েছে। সেখানে ওই কিশোরী আসা যাওয়া করতো। এই আসা যাওয়ার মধ্যে তাদের পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ-উল-আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সোমবার দুপুরে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বিকেলে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার তরুণীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *