
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় এক আসামির ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এই রায় দেন। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন তিনি।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএস আব্রাহাম লিংকন এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচ্চির গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল একই গ্রামের আমিনুল ইসলামের। এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এসিড হামলার শিকার হন। এসিডে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। এই ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলসহ তার সহযোগী শফিকুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
দীর্ঘ শুনানী ও ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ বছর পর এই মামলার আসামি আমিনুলকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন রেহানা খানম বিউটি ও রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।