
গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম), প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ কৃষকলীগ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে নব গঠিত আহ্বায়ক কমিটি’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কমিটির আহবায়ক মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাঃ মজিবুর রহমান বীরবল। উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক খোরশেদ আলম বিপ্লবের সঞ্চালনায়
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক এস এম ওমর ফারুক,উপজেলা আ’লীগ সাবেক সাধারন সম্পাদক ও তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল,সাবেক ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, কৃষকলীগ যুগ্ম আহবায়ক এ টি এম গোলাম হায়দার,সাবেক ইউপি চেয়ারম্যান হালিমুজ্জামান বাবলু, আ’লীগ নেতা সাজেদুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক মোল্লা, আনোয়ার হোসেন পাপু প্রমুখ।