
চিলমারী,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও আ’লীগ এর উদ্যোগে পৃথকভাবে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা
আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ।
অপরদিকে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব -স্ব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।