আতিকুর রহমান,রাজশাহী প্রতিনিথিঃ
রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় এ
পর্যন্ত ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকালে চারঘাট স্লুইস গেট থেকে মনি নামের এক নারী ও দুপুরে শ্রীরামপুর পদ্মা নদী থেকে এখলাস নামের অপর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশু, এক নারী ও এক পুরুষসহ তিন জনের মরদেহ পাওয়া গেছে। তবে এখনো নিখোঁজ
রয়েছে কনেসহ মোট ৬জন।
পবা উপজেলার চরখানপুরে থেকে গতকাল সন্ধ্যায় বৌভাত অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে প্রবল স্রোতে ৪০জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। তবে এদের মধ্যে বরসহ অনেকেই সাঁতরে পাড়ে
উঠেছেন।
মহানগরীর কর্নহার থানার ডাইংহাট এলাকায় মেয়ের বাড়ী থেকে বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে কনের
আত্মীয় স্বজনরা সেখানে যান।
এদিকে রাজশাহীতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও
বিজিবিকে।
এদের সাথে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বি.আই.ডাবল.ুটি.এ এর একটি দল।