
আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু’টি অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ভূস্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারায় মধুপুর ও দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সুত্রে জানা গেছে, সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারায় মধুপুর গ্রামের মহব্বত আলীর পুত্র হাবিবুর রহমানের রান্না ঘরে আগুন লাগলে তা মহুর্তে ছড়িয়ে পরে। আগুনে ২টি টিনসেট ঘর ও আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে যায়।
অপরদিকে,উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের মফিল উদ্দিনের পুত্র শাহা জামালের খঁড়ের গাদা পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।