
ওসমান গনি,(ধামরাই সাভার) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালিপারা বালিয়া আঞ্চলিক সড়কের মিলগেট এলাকায় বনবিভাগের টেন্ডারকৃত গাছ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা কর্তনের সময় গাছের চাপায় একটি ইজিবাইকের সাত যাত্রীর মধ্যে স্বামী-স্ত্রী সহ পাঁচজন ঘটনাস্থলে নিহত এবং আহত হয় আরোও দুইজন। বালিয়া ইউনিয়ন পরিষদ হতে বয়স্কভাতা, বিধবা ভাতা কার্ড, প্রতিবন্ধিভাতা কার্ড সংগ্রহ করে ফেরার পথে মিলগেট এলাকায় রাস্তার গাছের চাপায় নিহত হয়েছেন তারা। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের মিলগেট এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন।ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সামিউল হক এবং ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর বালিয়া সড়কটির গাছ কেটে নিচ্ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ কাটার সময় খেয়াল না করায় অনেক বড় একটি গাছ যাত্রীবাহী ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ জন। এদের মধ্যে বাইচাল সরকার পাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম নিহত হয়।