শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / এবার রাজবাড়ীতে ইতালি ফেরৎ একই পরিবারের ৫ সদস্যকে হোম কোয়ারান্টাইনে

এবার রাজবাড়ীতে ইতালি ফেরৎ একই পরিবারের ৫ সদস্যকে হোম কোয়ারান্টাইনে

আশরাফুল ইসলাম,রাজবাড়ী :
করোনা ভাইরাস আতঙ্কে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি ফেরৎ পিতা-পুত্রসহ পরিবারের ৫ সদস্যকে হোম কোয়ারান্টাইনে রেখেছে বালিয়কান্দি উপজেলা প্রশাসন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই পিতা-পুত্র গত ৪ মার্চ ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন দেশ ও জনগণের স্বার্থে তাদেরকে গত সোমবার (৯ মার্চ) রাত থেকে বাইরে না বেরুনোর অনুরোধ করেছেন। প্রশাসনের অনুরোধটি তারা সাদরে গ্রহণ করেছেন।
ইতালি ফেরত পিতা-পুত্রসহ পরিবারের ৫ সদস্য রয়েছেন। তারা এক সপ্তাহ হোম কোয়ারান্টাইনে থাকবেন। তবে তারা মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জানিয়েছে পরিরবিাররে  সবাই সুস্থ রয়েছেন। কয়েকদিনের জন্য তাদের সাময়িক অসুবিধা হলেও দেশ ও জনগণের স্বার্থে তারা বাড়িতেই থাকবেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ইতালি ফেরত পিতা-পুত্রসহ তাদের পরিবারকে সোমবার রাত থেকে এক সপ্তাহ হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সব সময় খোঁজ খবর নিচ্ছেন। ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে সভা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কোন বিদেশ ফেরত ব্যাক্তি আসলে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে রাখা হবে। এজন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরী টেলিফোন কল সেন্টার চালু করা হয়েছে।
তবে তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *