
আলমগীর হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসক ক্যাম্পাসে অবস্থিত উদগীরণ চত্বরে জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উদ্যোগে ‘পরিবার বা সমাজ নয় যুবকরাই পারে সুন্দর সৃষ্টিশীল জাতি গড়তে’ এই প্রতিপাদ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে ফুলবাড়ী উপজেলার কুটিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে রাজারহাট উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।