
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সোমবার (৯মার্চ)রাতে এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত দুইজন এরং জুয়া খেলা অবস্থায় গ্রাম পুলিশসহ ছয়জন কে গ্রেপ্তার করেছে। পরে মঙ্গলবার (১০মার্চ) দুপুরে নেত্রকোনা আদালতে তাদের সোর্পদ করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের (গ্রাম পুলিশ সদস্য) আব্দুল হেলিম(৩০) আব্দুল হান্নান (৩০)রাজন আলী (৪৫) শিপন মিয়া(৩২) আবু সাদেক(৩২)বিপ্লব মিয়া(২০) এবং সুহাগ মিয়া(৩৫) আব্দুল লতিফ(৩২)।
পুলিশ সুত্রে জানা যায়, আসামিদের মধ্যে দুইজন জুয়া মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত সুহাগ মিয়া(৩৫) আব্দুল লতিফ(৩২)।
এছাড়া বাকি ছয়জনকে গ্রাম (পুলিশের সদস্য) আব্দুল হেলিমের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম এবং নগদ সাত হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুজ্জামান জানান, এদের মধ্যে (গ্রাম পুলিশের সদস্য) আব্দুল হেলিম মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান,কিছু দিন আগে মাদকসহ (গ্রাম পুলিশের সদস্য) আব্দুল হেলিম মিয়ার স্ত্রীকে ডিবি পুলিশ আটক করেছিল।
তিনি আরো বলেন, এ অভিযান অপরাধ দমনে অব্যাহত থাকবে।