
মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“সবাই মিলে গড়বো দেশ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ ১০ মার্চ মঙ্গলবার বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনু্ষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর পৃষ্ঠ্যপোষকতায়,উপজেলা দুর্নীতি দমন কমিটি, ফুলবাড়ী, কুড়িগ্রাম এর সৌজন্যে ও”সততা সংঘ” বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় আজকের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জনাব সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফুলবাড়ী,কুড়িগ্রাম। সভাপতিত্ব করেন জনাব খয়বর আলী মিয়া চেয়ারম্যান, বড়ভিটা ইউপি।দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকা নিয়ে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বড়ভিটা ইউনিয়নের ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আমিনুল ইসলাম।বিচারক মন্ডলীরা হলেন মোঃ ওবায়দুল হক,সহকারী প্রধান শিক্ষক,নগরাজপুর উচ্চ বিদ্যালয়, শ্রী হরিশংকর বায়, সিনিয়র সহকারী শিক্ষক পূর্বচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়,মোঃ মিজানুর রহমান,সহকারী শিক্ষক আবেদীয়া দাখিল মাদ্রাসা।
প্রতিযোগিতায় বড়লই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় অর্জন করেন। প্রতিযোগিতা শেষে দুর্নীতিকে প্রতিহত করার শপথ নেন শিক্ষার্থীরা