
আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশে ৩জন করোনাভাইরাসে আক্রান্তের খবরে কুড়িগ্রামে বেড়েছে মাস্কের দাম।
মঙ্গলবার(১০ মার্চ) জেলা শহর ও বিভিন্ন উপজেলায় খোঁজখবর নিয়ে জানা গেছে বাংলাদেশে ৩জন করোনাভাইরাসে আক্রান্তের খবরে ছড়িয়ে পড়লে ৫০ টাকার মাস্ক ১১০-১২০ টাকাসহ গুনগতমান অনুযায়ী বিভিন্ন মাস্ক দ্বিগুণ থেকে তিনগুণ দামে বিক্রি করছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানায়,ঢাকায় মাস্কের দাম বৃদ্ধি পাওয়ায় বেশী দামে কিনতে হচ্ছে, ফলে দাম বৃদ্ধি পেয়েছে।করোনার আতংকে প্রয়োজনের অতিরিক্ত মাস্ক কিনছেন ক্রেতারা। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মাস্কের গায়ে মূল্য না থাকায় ব্যবসায়ীরা দ্বিগুণ দামে বিক্রি করছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।