মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / বেরোবিতে প্রো-ভিসি পদে অধ্যাপক ড.সরিফা সালোয়া ডিনা

বেরোবিতে প্রো-ভিসি পদে অধ্যাপক ড.সরিফা সালোয়া ডিনা

আল-আমিন খান লিমন,বিশেষ প্রতিনিধিঃ   
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ এক যুগ পর প্রথমবারের মতো প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। নারী জাগরনের অগ্রদুত রোকেয়া সাখাওয়াত হোসেনের যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে এ পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার( ১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আগামী ৪ বছরের জন্য পো-ভিসি পদে নিয়োগ প্রদান করা হলো। তবে রাষ্ট্রপতি প্রয়োজনবোধ করলে এর আগেই নিয়োগ বাতিল করতে পারেন। প্রো-ভিসি পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ড. সরিফা সালোয়া ডিনা বলেন, প্রো-ভিসির মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করবার সুযোগ করে দেয়ার জন্য মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে কোনো পদে দায়িত্ব পাওয়াটা যেমন আনন্দের তেমনি সঠিকভাবে দায়িত্ব পালন করাটাও অনেক কঠিন। তারপরও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সমস্যার সমাধানে কাজ করে যাবো

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *