বৃহস্পতিবার , এপ্রিল ১৮ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রামে দুই দিন ধরে শিকলবন্দী শিক্ষার্থী থানা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

কুড়িগ্রামে দুই দিন ধরে শিকলবন্দী শিক্ষার্থী থানা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে দুই দিন ধরে শিকলবন্দী এক শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ঐ শিক্ষার্থী পারিবারিক সম্মতি ছাড়া পার্শ্ববর্তী এক যুবকের সাথে বিয়ে রেজিষ্ট্রি করে। এতে তার পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল থেকে তাকে শিকল দিয়ে পা বেধে ঘড়ে বন্দী করে রাখে। এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঐ শিক্ষার্থীকে শিকল মুক্ত করে পুলিশি হেফাজতে নেয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মেয়েটিকে থানায় নিয়ে এসে সমাজ সেবা অফিসারের নিকট হস্তান্তর করা হবে। এব্যাপারে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মেয়েটিকে আইন অনুযায়ী তার প্রকৃত অবিভাকের হাতে দেয়া হবে। প্রকৃত অবিভাবক নিতে অস্বীকৃতি জানালে সেফ হোমে পাঠানো হবে।

About admin

Check Also

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *