শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / বাল্যবিয়ের অপরাধে বরসহ ৮ জনের সাজা

বাল্যবিয়ের অপরাধে বরসহ ৮ জনের সাজা

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ নিবন্ধন করার অপরাধে বরসহ আটজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাত ১০ টার দিকে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ আদেশ দেন।

ইউএনও লিজা বলেন, যাদবপুর ইউনিয়নের মূল কাজি হেলাল উদ্দিন পালিয়ে বেড়াচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও জানান, কনে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। সাত দিন আগে মেয়েটির সঙ্গে বিদেশ ফেরত প্রবাসী রফিকুলের বিয়ের নিবন্ধন হয়। বুধবার রাতে মেয়েটিকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে তুলে নেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে তিনি বুধবার দুপুর থেকে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত সবাইকে আটক করে কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত নাসির উদ্দিন নামে এক কলেজ শিক্ষককে এক বছর, বর, বরের বাবা ও বরের চাচাকে ছয় মাস করে কারাদণ্ড দেয়। সেই সঙ্গে কনের মা, কনের দাদা, কনের বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *