শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / মাইকে প্রচার দিয়ে করোনাভাইরাসের ঔষধ বিক্রি অতপর ;কেন্দুয়ায় দুই যুবকের কারাদণ্ড

মাইকে প্রচার দিয়ে করোনাভাইরাসের ঔষধ বিক্রি অতপর ;কেন্দুয়ায় দুই যুবকের কারাদণ্ড

হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রান্ত প্রতিষেধক বিক্রির কথা বলে মাইকিং করে প্রচারণাকালে দুই যুবককে আটকের পর দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হচ্ছে ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রুবেল (২৭) ও কথিত ডাক্তার ফুলবাড়িয়া থানার আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার (১২মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম মোবাইল কোর্ট বসিয়ে এই সাজা প্রদান করেন।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, দুই যুবক উপজেলার প্রত্যন্ত অঞ্চল গন্ডা ইউনিয়নের জামতলা বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করে ঔষধ বিক্রি করার খবর পান।
 তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে হাতে নাতে তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটককৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পেয়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
 মূল হোতা রুবেলকে সশ্রম ও অপর জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হলেও কোন জরিমানা করা হয় নি।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *