
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৭০ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েজ) ও একটি মোবাইল সেটসহ ১জনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বামুনের চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চর বামুনের চর নামক এলাকার সাবেক ইউপি মেম্বার শহিদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (২৫) নামের এক যুবক রাতের খাবারেরপর পায়েচারির জন্য নিকটস্থ রাস্তায় বের হলে অচেনা দু’জন ব্যক্তির হাতে দু’টি বস্তা দেখতে পায়। পরে তাদের কাছে গিয়ে উক্ত বস্তা দেখতে চাইলে ওই যুকবকে ধাক্কা দিয়ে পালায় তারা। পরে থানায় ফোন কল করলে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ওই বস্তা ও মোবাইল সেট উদ্ধার করে আনে।
পরে উদ্ধারকৃত মোবাইলের ফোনের সূত্রে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি (মোল্লা পাড়া) নামক এলাকার নওশেদ আলীর ছেলে মোমদেল হোসেন (৪০) মাদক ব্যবসায়িকে ওই ইউনিয়নের মাঠের ভিটা থেকে গ্রেফতার করে।
এব্যাপারে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, আসামিকে মাদক মামলায় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে এবং পালাতক দু’জনসহ অজ্ঞাত একজনের নামে মামলা করা হয়েছে।