
এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ময়মনসিংহে দুই ভাই নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার ত্রিশাল উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার বৈলর পশ্চিমপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৬৫) এবং তার ছোট ভাই ও ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ (৫৫)।
স্থানীয়রা জানান, রাতে ত্রিশালের কানহর এলাকার একটি মসজিদ থেকে এশার নামাজ পড়ে ওই দুই ভাই একত্রে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।