কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৯৯পিস ইয়াবাসহ মোঃ পলাশ মিয়া (১৯)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব- ১৩। র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার(১৩ মার্চ) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ (একশত নিরানব্বই) পিছ ইয়াবা ট্যাবলেট, ০২ (দুই)টি মোবাইল ফোন, ০৪ (চার)টি সিমকার্ড, ০১(এক)টি মেমোরী কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৮০০/- (আটশত) টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ পলাশ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ী পলাশ মিয়া ওই ইউনিয়নের বিষ্ণুবল্লভ(ফকির পাড়া) গ্রামের জিহাদুল ইসলামের পুত্র।এব্যাপারে র্যাব -১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আহসান হাবীব বলেন,গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।