নেত্রকোনা প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় রিপন মিয়া (৩৮) নামের এক মুদি দোকানদার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার(১৩মার্চ) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামে নিজ বাড়ির অদূরে মহসিনের ফিশারির সামনে এই হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীরা উদ্ধার করে ময়মনসিংহ পাঠালে রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মুদি দোকানদার রিপন মিয়া জল্লি গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।
গত মাস খানেক পূর্বে প্রতিবেশী মুন্নাফের ছেলেদের সাথে পুর্বশত্রুতা নিয়ে বিবাদ হয়।
শুক্রবার পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের ভুট্টেরগাতি বাজারে গরু কিনতে যান রিপন।
সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে বাড়ির অদূরে মহসিনের ফিশারির সামনে দেশীয় অস্ত্র নিয়ে রিপনের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।
এলোপাতাড়ি কুপিয়ে ফিশারিতে ফেলে দেয়।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রিপনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতেই সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি। লাশ ময়না তদন্ত শেষে বাড়ি আনা হবে।