বুধবার , অক্টোবর ৯ ২০২৪
Home / সারা দেশ / নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় মুদি দোকানদার নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় মুদি দোকানদার নিহত

নেত্রকোনা প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় রিপন মিয়া (৩৮) নামের এক মুদি দোকানদার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
 শুক্রবার(১৩মার্চ) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামে নিজ বাড়ির অদূরে মহসিনের ফিশারির সামনে এই হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীরা উদ্ধার করে ময়মনসিংহ পাঠালে রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মুদি দোকানদার রিপন মিয়া জল্লি গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।
গত  মাস খানেক পূর্বে প্রতিবেশী মুন্নাফের ছেলেদের সাথে পুর্বশত্রুতা নিয়ে বিবাদ হয়।
শুক্রবার পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের ভুট্টেরগাতি বাজারে গরু কিনতে যান রিপন।
সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে বাড়ির অদূরে মহসিনের ফিশারির সামনে দেশীয় অস্ত্র নিয়ে রিপনের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।
এলোপাতাড়ি কুপিয়ে ফিশারিতে ফেলে দেয়।
এসময়  স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রিপনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতেই সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি। লাশ ময়না তদন্ত শেষে বাড়ি আনা হবে।

About admin

Check Also

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

কাউনিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে জন্ম ও মৃত্যু নিবন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *