আশরাফুল ইসলাম, রাজবাড়ী:
চলো যাই গাঁয়ের পথে’ শ্লোগানে প্রত্যন্ত এই ওসি’র কার্যালয়কে নাম দেয়া হয়েছে জনতার দরবার। সেখানে গ্রহণ করা হয় স্থানীয়দের নানা অভিযোগ ও সাধারন ডায়রি। দেয়া হয় বিভিন্ন ধরনের পুলিশী সেবা। ঘরের কাছে পুলিশের এ ধরনের সেবা পেয়ে আনন্দিত এলাকাবাসী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রত্যন্ত এ অঞ্চল থেকে একজন মানুষ থানায় গিয়ে পুলিশী সেবা গ্রহণ করতে গেলে তার অন্তত ২শ টাকা খরচ হয়। এছাড়া পোহাতে হয় নানা ধরনের ঝামেলা। এ সকল ঝামেলা থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। ইউনিয়নবাসীর সুবিধার্থে ইউনিয়নের মাঝামাঝি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশে এ অস্থায়ী কার্যালয়ের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে। এখন থেকে প্রতি রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে তিনি নিজে উপস্থিত থেকে জনগণকে সেবা প্রদান করবেন বলে তিনি জানান।