বৃহস্পতিবার , এপ্রিল ১৮ ২০২৪
Home / সারা দেশ / ফুলবাড়ীতে ডিসির অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ  

ফুলবাড়ীতে ডিসির অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ  

মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনের অপসারণের দাবিতে ১৫ মার্চ রবিবার সকাল ১১ টায় মানববন্ধন ও সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শহরের জিরো পয়েন্ট এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা প্রভাষক জাকারিয়া মিঞা, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি প্রভাষক অলিউর রহমান নয়ন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল ইসলাম, সমকাল প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, যায় যায় দিন প্রতিনিধি ইউনুছ আলী আনন্দ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি উত্তম কুমার শাহ প্রমূখ। সমাবেশে বক্তারা কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের জেল দেয়ার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে তারা দূর্নীতিবাজ, ক্ষমতার অপপ্রয়োগকারী ডিসির অবিলম্বে অপসারণ দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা। উল্লেখ্য, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনের ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করেন সাংবাদিক আরিফুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে যান ডিসি। গত শুক্রবার গভীর রাতে ওই সাংবাদিকের বাড়িতে পাঠানো হয় ম্যাজিস্ট্রেট, সাদা পোষাকের পুলিশ ও কিছু আনসার সদস্য। তারা সাংবাদিকের বাড়ি ভাংচুর করে তাকে তুলে নিয়ে আসে। এ সময় অমানবিক নির্যাতন করা হয় তার ওপর বলে জানা যায়। ওই রাতেই মোবাইল কোর্ট বসিয়ে আধা বাতল মদ ও এক পুরিয়া গাঁজা রাখার অপরাধে আরিফুলকে ১ বছরের সাজা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয় ওঠে সর্বস্তরের সাংবাদিকরা। সর্বত্রই প্রতিবাদের ঝড় ওঠে।

About admin

Check Also

রৌমারীতে ১৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এনামুল …

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *