বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলা থেকে নিঃশর্ত অব্যহতি,ডিসি সুলতানা পারভীন,আরডিসি নাজিম উদ্দিন,ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও মেজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম‘র দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন মামলা-হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম জেলা মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)‘র ব্যানারে জেলার সর্বস্থরের সাংবাদিকগনের অংশগ্রহনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক কুড়িগ্রাম পত্রিকার সম্পাদক ছানালাল বকসি,সিনিয়র সাংবাদিক শ্যামল ভৌমিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)‘র জেলা শাখার সাধারণ সম্পাদক আলগীর হোসাইন প্রমুখ।