কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুড়িগ্রামে বিদেশফেরত ২১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বিদেশফেরত মানুষকে নিজের ও তাদের পরিবারের কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। বিশেষ ব্যবস্থায় ট্রাইজরুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ইতোমধ্যে দেওয়া হয়েছে প্রশিক্ষণ।