মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখিরা এলাকায় একটি ড্রামট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাসেত জানান, ঢাকাগামী একটি ড্রামট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের ৪০ বছর।
তিনি আরও জানান, লাশ দু’টি পুলিশ হেফাজতে আছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।