শনিবার , ডিসেম্বর ২ ২০২৩
Home / আন্তর্জাতিক / করোনায় তুরস্কে প্রথম মৃত্যু

করোনায় তুরস্কে প্রথম মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে এবার প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো তুরস্কে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এ তথ্য জানিয়েছেন। তুর্কি সরকারি গণমাধ্যম ডেইলি সাবাহ এ খবর দিয়েছে।

ফাহরেত্তিন কোচা বলেন, মৃত ব্যক্তি এক চীনা কর্মকর্তার সংস্পর্শে এসে এ ভাইরাসে আক্রান্ত হন। মঙ্গলবার তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডেইলি সাবাহ জানায়, তুরস্কে এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নতুন করে নয়টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বমোট ২০ দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করলো তুরস্ক।

সতর্কতার অংশ হিসেবে দেশটিতে সব রকম গণজমায়েতও নিষিদ্ধ করেছে সরকার। এমনকি শুক্রবারের জুমার নামাজও মসজিদগুলোতে স্থগিত করা হয়েছে।

এদিকে, তুরস্কে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৬৫টি দেশে। আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ, মৃত্যুবরণ করেছে ৮ হাজার।

About admin

Check Also

বিমান হামলায় বিধ্বস্ত গাজার হাসপাতাল, নিহত ৫শ’র বেশি

বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার হাসপাতাল। নিহত হয়েছে ৫শ’রও বেশি। এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ …

ইমরান খান ও স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনেরও বেশি নেতার দেশত্যাগে …

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসুন: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *