
আলমগীর হোসাইনঃ
কুড়িগ্রামের চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মুজিব বর্ষ শুরুর পূর্বে সোমবার রাত থেকেই নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটিকে বর্ণি ল সাজে সজ্জিত করা হয়। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শিক্ষক ও শিক্ষার্থ ীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। পরে দোওয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন,সহকারী অধ্যাপক মোঃ আঃ আজিজ,মোঃআবুল কালাম আজাদ, সুশিল চন্দ্র সাহা, মোঃ মাহফুজার রহমান সাহেব,মোঃ ফজলুল হক,গোলাম মাহবুব,মামুন অর রশিদ,ইমতিয়াজ আলী,মোজাফ্ফর রহমান প্রমুখ।
উল্লেখ্য কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন সবুজপাড়া এলাকায় ১৯৯৫ সালে ব্রহ্মপুত্র বিধৌত পশ্চাৎপদ এই এলাকাকে নারী শিক্ষায় এগিয়ে নেয়ার লক্ষে নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক প্রধান বন সংরক্ষক ও সাবেক সাংসদ গোলাম হাবিব। প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। সুযোগ্য অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের হাত ধরে শ্রেণী পাঠ দানের পাশা পাশি কলেজটি বিভিন্ন দিবস উদযাপনসহ সাংস্কৃতিক অঙ্গনে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে প্রতিষ্ঠানটি তৃতীয় বারের মতো কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ ও রংপুর বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জ ন করে। এরই বাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনসহ গোটা মুজিব বর্ষের জন্য বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করে প্রতিষ্ঠানটি।