সরকারী নির্দেশনা মানছেনা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিউ প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক।
করোনা ভাইরাস মোকাবেলায় সরকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান,প্রাইভেট এমনকি কোচিং সেন্টার পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে। তারই ধারাবাহিকতায় নাগেশ্বরীর নিউ প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন স্কুলটি আগামী ৩১মার্চ পর্যন্ত শিক্ষাথীদের ছুটি দিলেও ছুটি হয়নি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষকের।
জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালক আগামী ৩১মার্চ পর্যন্ত সকল শিক্ষকদের নিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিয়মিত মিটিং করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, এটা কেমন নিয়ম নীতি, দেশ ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অথচ আমাদের প্রতিষ্ঠান খোলা। যেখানে চলমান পরিস্থিতিতে ২৫জন লোক একত্রিত হওয়া নিষেধ, সেখানে আমরা ১২৪ জন স্টাফ জীবনের ঝুকি নিয়ে আসছি।
বিষয়টি জানার জন্য প্রতিষ্ঠানের পরিচালককে মুঠো ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।