
করোনা ভাইরাসের শঙ্কায় কুমিল্লায় ৮৭০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ১৭ উপজেলায় ২৮৬ জন প্রবাসীকে নতুন করে এ কোয়ারেন্টাইন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।
তিনি জানান, আগত প্রবাসীরা ইতালি, সৌদিআরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান থেকে ফিরেছেন।
অন্যদিকে হোম কোয়রেন্টাইন না মানায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার রাতে দাউদকান্দি ও লালমাই উপজেলায় দুই জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।