আশরাফুল ইসলাম,রাজবাড়ী থেকেঃ
করোনাভাইরাস নিয়ে তর্কের জেরে রাজবাড়ীর সদরে দুই গ্রুপের সংঘর্ষে লাবলু মোল্যা নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার সকালে, উপজেলার বরাট ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন।
পুলিশ জানায়, করোনাভাইরাস নিয়ে স্থানীয় ডাক্তার খালেকের সঙ্গে নিহত লাবলু মোল্যার ভাইয়ের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে আজ সকালে পুনরায় সংঘর্ষ হলে লাবলু মোল্যা আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় খালেক ডাক্তার গ্রুপের ৫জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।