
নানা অভিযোগের মুখে চার মাসের মাথায় বদলি করা হয়েছে নড়াইলের লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেনকে। দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শনিবার (২১ মার্চ) বিকেলে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, ‘প্রশাসনিক কাজে অবহেলার কারণে লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন গত বছরের ২৩ নভেম্বর লোহাগড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।
এদিকে, আলমগীর হোসেনের বদলির খবরে মিষ্টি বিতরণ করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে লোহাগড়া থানার তৎকালীন ওসি মোকাররম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাৎক্ষণিক স্টেশন ত্যাগ করতে বলা হয়। কর্মস্থলে যোগদানের পাঁচ মাসের মধ্যে মোকাররম হোসেনকে তাৎক্ষণিক বদলি করে আলমগীর হোসেনকে লোহাগড়া থানার ওসি করা হয়।