আজ থেকে শত বর্ষ পরে (তৃতীয় অংশ)
তুলোশী চক্রবর্তী
______________
ধর্মকথা পাঠ শ্রবন দিবে যখন ছেড়ে
ভরবে মন অঞ্জানতায় আর লোভ লালসা অহংকারে,
মিথ্যাভাষীর দাপট রবে সদা সর্বক্ষন
সৎ আচার ব্যবহার দেখা যাবেনাকো তখন,
শিক্ষা দীক্ষা মার্জিত আর কি করে হবে?
সম্পদের ভাগাভাগিতে মন বিপথেই রবে,
পাপীতে পরিপূর্ণ এই জগতে
বহু লোকের মৃত্যু হবেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে,
কখনো আসবে ধেয়ে অকল্পনীয় ঝড় সর্বগ্রাসী
রক্তে সিক্ত ধরায় আসতে পারে ভিনগ্রহের রাক্ষুষে অধিবাসী
গাছপালা হয়ে রবে ফুল ফল শুন্য
মানুষের দেহ হবে ব্যাধিতে পূর্ণ,
আজ থেকে শত বর্ষ পরে
দুষ্টের দমনে ভগবান কল্কিদেব আসবেই জগত মাঝারে।