
হুমায়ুন কবির, নেত্রকোনা প্রতিনিধিঃ
বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টাইন না মেনে এলাকায় খোলামেলা চলাফেরা করায় এক যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি রবিবার রাতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়- আমিরুল ইসলাম নামে গ্রিস ফেরত যুবককে
২০ হাজার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা।
এব্যাপারে ইউএনও জানান,সম্প্রতি আমিরুল ইসলাম নামে এক যুবক গ্রিস থেকে কলমাকান্দায় আসে। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।
কিন্তু নির্দেশনা অমান্য করে খোলামেলা চলাফেরা করার এলাকাবাসী জানালে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে সত্যতা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।