
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন বন্ধন এর পক্ষ থেকে করোনা সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সচেতনতামুলক লিফলেট, সাবান স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মানুষের বাড়ী বাড়ী গিয়ে ছাত্ররা সবাইকে সচেতন করে তোলেন এবং ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় ৪ দিন ব্যাপি ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রানীগঞ্জ ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান মনজুরুল ইসলাম।
ক্যাম্পেইনটিতে ছাত্ররা এ অঞ্চলের মানুষদের বাড়ী বাড়ী গিয়ে কিভাবে হাত ধুতে হবে এবং মহামারী এ ভাইরাস থেকে কিভাবে বাঁচতে হবে এ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন।