
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বাধীন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ত্রিশাল পৌরসভার চড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা জানায়, দুপুরে ত্রিশাল পৌরসভার চড়ইতলা এলাকার একটি বাসায় বৈদ্যুতিক কাজ করছিল স্বাধীন। ওই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার দৈনিক অধিকারকে জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’