
সোনাইমুড়ী প্রতিনিধিঃ
মূল্য তালিকা প্রদর্শন না করা,করোনা আতঙ্কে পণ্যের অতিরিক্ত দাম রাখার দায়ে সোনাইমুড়ী বাজারে আট ব্যবসায়ীকে ২২ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট টিনা পাল সোনাইমুড়ী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান গুলোর মধ্যে মা মনি ৫ হাজার ় নজরুল ষ্টোর ২ হাজার ় ইমাম টেড্রাস ৫ হাজার ় নজরুল ষ্টোর দুই ৫ হাজার় ় মদিনা ট্রেডাস ১ হাজার ় ভাই ভাই ষ্টোর ১ হাজার ় রিয়াজের সবজি দোকান ২ শত টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অংগ্যজাই মারমা ় থানার এ, এস আই ইয়াকুব প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায় ় গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিনা পাল উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ্রব্য মূল্যের দাম নিয়ত্রনে রেখেছেন বলে কয়েক জন ক্রেতা জানান ।এতে জনমনে স্বস্তি এসেছে ।রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।