মজিবর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে করোনা সতর্কতায় প্রেসক্লাব ও শেকড়ের সহযোগিতায় কারুপণ্যের তৈরি মাস্ক বিনামূল্যে
বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দারুন নাজাত জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে ফিরতি মুসল্লীদের হাতে মসজিদের বাইরে এ মাস্ক তুলে দিয়ে সুচনা করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।
পরে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে প্রায় ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানসহ প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, সাধারন
সম্পাদক পাভেল জামান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইত্তেফাক সংবাদদাতা কীর্ত্তিকা
সেন বিল্টু, দৈনিক জনতার প্রতিনিধি মজিবর রহমান, নয়াদিগন্ত প্রতিনিধি খলিলুর রহমান, ডেসটিনি
প্রতিনিধি মসলিম উদ্দিন, ভোরেরপাতা প্রতিনিধি রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি এস.এম রওশন
আলম প্রমুখ।