কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ২৬০জনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
ইতোমধ্যে বিদেশফেরত ৩৩১ জনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ২৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়।গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ ৭১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান,কুড়িগ্রাম জেলার জন্য ১৬৮৫টি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টসহ (পিপিই) মাস্ক ও গ্লাভস পাওয়া গেছে। যা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে। যারা হোম কোয়ারেন্টিনে ছিলেন তারা সবাই সুস্থ আছেন।