বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সতর্কতায় চিলমারীর সকল স্থানে জনসমাগম বন্ধে নানান পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন ।
কিন্তু সকল নির্দেশনা উপক্ষো করে বিচ্ছিন্নভাবে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব অষ্টমির সম্পন্ন হয়েছে। বুধবার ভোর থেকে প্রশাসনের নিরাপত্তা বেষ্টনি ফাঁকি দিয়ে হিন্দু ধর্মালম্বীরা অষ্টমীর স্নান সম্পন্ন করেছে।
ভোর থেকে পূন্যার্থীরা স্নান উৎসবে মেতে উঠেন। এবার স্নান মেলায় বাহির থেকে লোকজন না আসলেও স্থানীয় প্রায় ২ হাজার পূন্যার্থী অংশগ্রহন করেন।
বছরের একটি মাত্র বিশেষ দিন পাপ মোচনের তাই সকল পূন্যার্থী ঝুঁকি নিয়ে স্নান উৎসবে সমবেত হয়।