
মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম ঘোষণা করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ বাজার রংধণু পাঠাগার ও শাহ বাজার চাষী ক্লাব। করোনা পরিস্হিতি মোকাবিলায় সকলকে সাথে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কুুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন।করোনায় সচেতন থাকতে মাইকিং,মাক্স বিতরণ, সামাজিক দুরত্ব বজায়, করোনায় করনীয় শীর্ষক লিফলেট বিতরণ ও পরিস্কার -পরিচন্নতার উপড় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সংগঠণ দুটির সেচ্ছাসেবীরা।
তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা হতে উপজেলার শাহ বাজারে নোংরা আবর্জনা পরিস্কার কার্যক্রমে অংশ নেন সংগঠণ দুটির সদস্যরা।
এসময় তারা বলেন, করোনা মোকাবিলায় শাহ বাজার রংধণু পাঠাগার ও চাষী ক্লাবের সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে রতন ভাইয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। করোনা পরিস্হিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তার নেতৃত্বে কাজ করে যাব। তারা আরও বলেল,যে কোন পরিস্হিতিতে দেশের কোন জায়গার সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি।