মাহফুজার রহমান মাহফুজ ,ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনা মাহামারি প্রতিরোধে পরিস্কার-পরিছন্নতা ও সচেতনতার উপড় গুরুত্ব দিয়েছে সরকার।সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বন্ধ করে দেয়া হয়েছে গণ পরিবহনসহ দোকান পাট।পরিস্হিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে আইন শৃংঙ্খলা বাহিনী।করোনা প্রতিরোধে আ’লীগ ও এর সকল সহোযোগী সংগঠনের নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেএী শেখ হাসিনা।
তাঁর নেতৃত্ব ও নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামীযুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কর্মসূচির ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা হতে পিকাপ ভ্যান যোগে উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন বাজার ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে ও করোনায় করনীয় শীর্ষক মাইকিং করেন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজকের কর্মসূচিতে পর্যায়ক্রমে অংশগ্রহন করেন, বাংলাদেশ আওয়ামীযুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক,আবু বকর সিদ্দিক মিলন,ত্রাণ বিষয়ক সম্পাদক, বোস্তামী আলম লায়ন প্রমুখ।
ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন,সাফিউল আলম জিলান,রুবেল বুবু,হামিদুল হক,আনোয়ারুল কবির রুবেল প্রমুখ।
Attachments area